তুমি আসবে বলে তাই
বসেছি কালো পাহাড়ের ছায়
যেথায় ঘাট মেঘের বাড়ি
তাঁরার খেয়া সারি সারি।


পাখি উড়ে আকাশ জুড়ে
ফুল ছিটাবে তোমায় ঘিরে
রসের মালাই পিতল হাড়ি
শীতল মলয় হবে গাড়ি।


পথিক নেশায় আসে ফিরে
বারে বারে তোমার দ্বারে
ঘন পাতার রং বাহারি
বাসর সাঁজায় নেইকো জুড়ি।


ধূয়া হতে আলোয় হেটে
নীরব প্রতিক্ষার পাথর কেটে
সূচি হবে মধুর স্মৃতি
ঝর্ণা গাইবে প্রণয় গীতি।


পঞ্চ নদের সুখের মিলন
আঁধার দূরে জ্বলবে অনল
প্রিয়ে সেথায় হবে বাসর
দুজন মিলে প্রেমের আসর।