আসবে কি আবার এ জীবনে ফিরে সেই বেলা?
বর্ষার জলে যে বেলা হত পাতার নৌকা খেলা।
বেলা যখন চলে যেত নানা রকম খেলার ছলে,
খাবার খেতে বার বার ডাকত মা সোনা আয় বলে।
যাওয়া কি হবে আর দল বেঁধে ডোলের মেলায় ?
এক টাকায় চরতাম যেথায় সাহস করে নাগর দোলায়।
ভয় পেতাম যখন ছেলে ধরার কথা শোনে,
স্কুলে যেতাম যে কারনে পাড়ার ছেলেরা সকলে মিলে।
ভিজব কি আর নির্ভয়ে আষাঢ় শ্রাবণের বৃষ্টির জলে?
নাঙ্গা গায়ে লাফা লাফি করে গিয়ে হিজল তলে।
ঝড়ের ভয় যখন ভুলে যেতাম কাচা আমের লোভে,
যেতাম ভেঙে সকল শাসন বারন আম কুড়োতে।
ফিরিয়ে কি নিবে  প্রভু আবার আমায় সেই বেলায়?
     নতুন করে পাঠিয়ে আবার এ ধরায়।