আমরা গার্মেন্টস শ্রমিক
পোষাক তৈরি করি,


স্রষ্টার ত্রিশটা দিন
কাজ কর্মে মরি বাঁচি।


রোজ রোজ কষ্ট করি
সংসারে আনি টাকা।
এভাবেই ঘুরে দাঁড়ায়
আমাদের ভাগ্যের চাকা।


আমার গার্মেন্টস শ্রমিক
দুঃখে ভরা জীবন ভাই।
পরিবার থেকে অদূরে
দুঃখ বোঝার মানুষ নাই।


আমরা গার্মেন্টস শ্রমিক
ভাই!যদি রোগ বাসা বাঁধে
দেহে এসে কভু,
ছুটি ছাঁটা নাই তবু!