মদ-গাঁজা আর ইয়াবা
ব্যবসা চলছে জমজমাট।
মাথার উপর ছায়া আছে,
লম্বা বড় ইহার হাত।
মুখে রাম নাম
অন্তরে তোর বিষ,
সাধু সেজে চোরগিরি
মাদক ব্যবসার কারবারি।
ভাগ খাও ভাগাভাগি
ধরা খেলে কপালে হাত।
টের পাওয়া যায় কে কে?
আসল মুখোশ ধারী।
যুব সমাজ ধ্বংস আজ
মাদক সেবন করে,
সমাজে ভয়ংকর রূপ
জ্বলছে আগুন ঘরে ঘরে।
দেশটাকে করলি তোরা ময়লা,
গঙ্গা জলে করবি এবার শুদ্ধি,
সময় হয়েছে আজ সবার
এসো সবাই প্রতিবাদ করি।
আসুন সবাই শপথ করি,
মাদক ব্যবসা বন্ধ করি,
মাদক হাতে নিব না,
সুস্থ সুন্দর জীবন গড়ি।
এই দেশটা গড়তে হবে
সবার স্বপ্ন দেখা চাই,
ঘটবেনা অপ্রীতিকর ঘটনা
মাদকমুক্ত দেশ চাই।