বৎসরের পর বৎসর তোমার প্রেমে সন্ন্যাসী,
আমার মর্ম চিত্তে তোমার প্রেমে মগ্ন।তবুও_
জীবনে চিরসত্য দুঃখ কষ্টকে জেনে অনেক দুঃখ,
বহু বেদনা,অভিমানে,অনুরাগে চলে যাই ভুল বুঝে।কেননা
আমি দিশেহারা অনাহারী দুর্বল চিত্তে বাজে না জয়ধ্বনি।
জীবনের তীরে তীরে মরণের ভিড়ে ভিড়ে বেদনায় নির্বাক।
নিবিড় অন্ধকারে বক্ষ চিরে ক্লান্ত কণ্ঠে বলছি ভালোবাসি।


তুমি স্বপ্নচারিতা জানো না_
কত বৎসর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে
পথ পানে চেয়ে আমি কেঁদে মরি আঁখি জলে।
তোমায় নিয়ে সারাজীবন বাঁধবো সুখের ঘর
ওগো স্বপ্নচারিতা পরানের শবরী।
সত্যি! সাত পাকের জীবনে_
শুদ্ধ চিত্তে অগ্নি সাক্ষী করি হইমু সংসারী।