শিক্ষাগুরুর শেখানো বিদ্যায়


জ্ঞানী হয়ে ফোটে কত প্রজ্ঞার ফুল।


বিদ্যার সাগর আলোর কিরণ শিক্ষাগুরু,


ধরায় নেই যে তার তুল।


সে মহান গুরুর শিক্ষালয়ে


মহাসমুদ্র সম রয় বিদ্যা ধন।


তাই তো জ্ঞানের দীপ জ্বালাতে


জ্ঞানপিপাসু ছুটে অবিরত ।


শিক্ষাআচার্য্য , সংগীতাচার্য্য, পথপ্রদর্শক


হয়ে শিক্ষাদাতা করেন বিকশিত মানুষ।


স্নেহ ভালোবাসা আর পরশ পেয়ে


বিদ্যার্থী হয়ে ওঠে প্রস্ফুটিত।


শিক্ষকের স্নেহ,কঠিন শাসন ,


যেন ভালোবাসা পরশ সম;মাতাপিতার ।


এই সমাজবন্ধুকে এসো  প্রণাম করি,


যিনি যুগযুগ ধরে করছেন বিদ্যা দান।


তার কৃতিত্ব রবে জগৎ জুড়ে,


যতদিন রবে জগতে জ্ঞানপিপাসু।


এই ধরায় বেঁচে রবে চিরকাল,


তিনি হন যে শিক্ষা গুরু শিক্ষা গুরু।