আমার বিদায় বেলা প্রিয় মানুষ এসে বাঁধা দিচ্ছে,
সে কি জানে,
রোজ পকেটে সুইসাইড নোট নিয়ে ঘুরি,
কেননা!দুঃখ  এসে হাঁটু গেড়ে বসে আছে ,
আমার বুকের পাশে।
এ যে দীর্ঘপথ ,,,
এ পথে বহুবার পরীক্ষা দিয়েছি,
একবারো উত্তীর্ণ হতেই পারিনি,এ ব্যর্থতা।
জীবনের চরম সত্য  দুঃখ কষ্ট কে জেনে ,
তা মেনে নিয়েছি নিজ কর্ম আর ভাগ্য বলে।
আমি তো মরে গেছি,
আমার আয়ূ শেষ হবার আগে।
বেঁচে থেকে কি বা হবে?
ইতিমধ্যে খুঁজিতেছ পাওনাদার,
লক্ষাধিক টাকা ঋণ।
তারপর প্রিয়ার কাছেও ঋণী,
এ ঋণ শোধ হবার নয়।
প্রিয়াকে কথা দিয়ে সাত পাকে বেঁধে
অগ্নি  সাক্ষী করে বাঁধিব  সুখের সংসার,
সেও আমার পথ চেয়ে বসে আছে ,কিন্তু
আমি আত্মহত্যা করব!কেমনে ?
তারা যে আমায় বড্ড ভালোবাসে।