|| আহা! আমি বাঙালি||


#বাঙালিঃ
আমার দেশের মানুষ, আহা!
বড় বেশি ভালোবাসি।
নিজে না খেয়েও অন্যের পাতে,
তুলে দেই খাসি।
অতিথি আপ্যায়নে মোদের-
জুড়ি মেলা ভার,
অন্যের ঘর গুছিয়ে দেই-
ফেলে নিজের সংসার।
আমার দেশের মানুষ, আহা!
বড় বেশি ভালোবাসি।
পাকিস্তান যদি মাসি হয় তো-
ভারত আমার পিসি।
চায়না হলো দাদাঠাকুর, আর-
আমেরিকা হলো নানা।
উইঘুর আর কাশ্মীরি দিল্-
ছুঁতে আছে মানা!
সর্বজ্ঞানে জ্ঞানী আমি-
বিশ্ব জোড়া চোখ,
মুখে যা আসে বলে দেই, পরে-
যা হওয়ার হোক।
হৃদয় আমার হাতির মতো-
বিশ্ব বুকে ধরে,
সিরিয়া কিংবা ফিলিস্তিন,
কাঁদে সবার তরে।
ভালোবাসা মন্দবাসায়, আমার-
নাই কোন রাখঢাক।
ঠোঁটটা আমার জন্ম কাটা
খুঁজে পাবেনা ফাঁক।


#অর্বাচীনঃ
তোমার, সবার জন্য হৃদয় উদার-
কেঁদেকেটে সারা,
অন্ধ ঘরে রোজিনা কাঁদেন
পাওনা কি তাঁর সাড়া?
আকাশ দেখ রকেট দেখ
দেখ মহাকাশ,
নিজের ঘরটাই ফেলনা বড়!
ভালো করে দেখার বোধ হয়-
পাওনা অবকাশ!!


©সুব্রত ব্রহ্ম
মে ১৯, ২০২১ইং
ময়মনসিংহ।