আমার বাড়ি আমার মাটি
আমার উঠোন একলা হাঁটি ।
আমার জীবন আমার মরণ
নিজের ঘুড়ি নিজেই কাটি ।
আমার গল্প অল্প-স্বল্প
আমারও আছে সুপ্ত কল্প । (২)
জানা অজানার হাওয়ায় ভাসে
এ কোন দীর্ঘ-শ্বাস....?
পকেট ভরা স্বপ্ন আমার
রাত্রি- দিন উদাস !


রাতের তারা রাতের পাখি
রাতের গন্ধে রাত্রি আঁকি ।
রাতের দ্বন্দ্ব মৃদু- মন্দ
বাড়তে হটাৎ দিলাম ফাঁকি ।
কোথায় পবন করে মগন
কোথায় ফুরায়, জুড়ায় দহন ? (২)
কল্প- তরুর ছায়ায় বসে
হয় কি শীতল প্রাণ....?
আমার জ্বলা ঘুড়ির গায়ে
লিখে দিলাম (এ) গান ।


তোমার স্বপ্ন তোমার কল্প
তোমার আছে নিজের গল্প ।
তোমার যতো দুঃখের কথা
লিখো আমায় অল্প- স্বল্প ।
মানুষ আমি 'বাউল' বেশি
ঘুড়ে বেড়াই দশ-দিশি । (২)
হাজার লোকের ভীরে কোথাও
হারিয়ে গেছে নাম....।
ঘুমের গল্প বেচে দিয়ে
মিটিয়ে দিলাম দাম !


©সুব্রত ব্রহ্ম
এপ্রিল ৩, ২০১৮ইংঃ
ময়মনসিংহ।