সারা রাত ধরে যে টুকরো টুকরো ছবি আঁকলাম,
সেগুলি জুড়ে দিলে একটা উপন্যাস হতে পারে।
কিন্তু, আমিতো ঔপন্যাসিক নই, গল্পকারও নই।
যে সব ছাঁইপাশ লিখি তা কবিতাও নয়।
তাই ঠিক করলাম, আমার রাতজাগা স্তুপকৃত ফসল-
একদিন আড়ম্বর করে তোমার হাতে তুলে দেবো।
তারপর, তাদের জেল-ফাঁস যাই হয় হোক,
কলম থাকবে কলমের জায়গায়, হাত থাকবে পকেটে।
ভেবোনা, আমার চিত্ত চঞ্চল নয়, প্রাণ ভিক্ষা চাইবোনা।


|©সুব্রত ব্রহ্ম
সেপ্টেম্বর ২, ২০১৬ইং
ময়মনসিংহ।