কোথায় যাবো কোথায় যাবো
কোথায় আমার বাড়ি?
তোমার বাড়ি যাবোনা আর
তোমার সঙ্গে আড়ি।
তোমার ঘরে পিদিম জ্বলুক
তোমার ঘরেই আলো,
আমার যতো রঙের উপর
প্রলেপ দিয়েছি কালো।


এইযে দেখো বকুল তলায়
চেনা-চেনা কত সুর
তাল হারিয়ে লয় হারিয়ে
গেলো তারা কোন দূর?
রাতের পরে রাত জমেছে
দিনের আড়ালে ডুব,
দীর্ঘশ্বাস উদাস আকাশ
তমসা আড়ালে চুপ।


বিন্দু থেকে বিশ্ব যার
বিন্দু মাঝেই শেষ,
আজন্ম যার বাউল আত্মা
বন্ধন তার ক্লেশ।
মায়া, তবু মায়ার শিলা-
পাহাড় বুকে চাপা।
বিদায়! কেন বিদায় লগ্নে
জীবনের দান মাপা?


বাঁধানো ছবি বাঁধানো ঘাট
ঘাটের ওপাশে নতুন দিন,
তোমার সাথে চুকিয়ে গেলাম
এই জন্মের যতো ঋণ!


|| এবার তবে আসি ||
©সুব্রত ব্রহ্ম
৫ই জুলাই, ২০১৬ইং
ময়মনসিংহ।