ইট-পাথরের ঘুলঘুলিতে
জীবন এখন মস্ত,
পাখির ছানা
হাসতে মানা
যান্ত্রিকতায় ত্রস্ত।
উপেন্দ্র এঁর গল্পগাঁথায়
শান্ত দুপুর বেলায়,
হাসতো ছানা
ভাবতো ছানা
রস সুকুমার ভেলায়।


এমনি করে কল্পনাতে
আঁকতো ছবি কতো!
ছোট্ট মনে
সংগোপনে
স্বপ্ন বুনতো যতো।
ছোট্ট যে মন ছোট্ট শরীর
ভাবনা আকাশ ছোঁয়া,
'টাপুর-টুপুর
বৃষ্টি পড়ে'
বর্ষা- বাদল- হাওয়া।


চার ইঞ্চির ফেসবুকেতে
সবার আছে গল্প,
পাখির ছানা
খেলা করেনা
জায়গা বড় অল্প।
ইট-পাথরের ঘুলঘুলিতে
আঁকছো কীসের ছবি?
যন্ত্র আমি
যন্ত্র তুমি
কেউ হলোনা কবি!


©সুব্রত ব্রহ্ম
মার্চ ২৬, ২০১৭ইং:
ময়মনসিংহ।