বাংলায় খাই পান্তা ইলিশ
ইংলিশে খাই বিয়ার,
পান্তা-বিয়ার মিলেমিশে
খুব জমেঙ্গে ইয়ার।
ফি বছর এই দিনেতে
যোগ হয় নতুন বাটি,
বাংলায় খাই পিঠা-পুলি
ইংলিশে কেক কাটি।


বৈশাখেতে রোদে পুড়ে
রমনা, শাহবাগ বেড়াই,
থার্টিফাস্টে ছাদে ছাদে
আতশবাজি পোড়াই।
বাঙ্গালির চাই একটু স্ফুর্তি,
যেখানে যেমন পাই।
নিউ ইয়ার বা পয়লা বৈশাখ,
কোন বিভেদ নাই।


বড় দিলের হুজুগে জাতি
নাম তার বাঙ্গালি,
সবকিছুতেই উদ্যমী ভাই
পয়সা উশুল আনন্দ চাই?
সব দেবো, সব করবো,
সবর্স্ব বিলিয়ে দেবো,
ঋণ করে ঘি খাওয়াবো;
যদিবা তাতে হতেও হয়, কাঙ্গালি।


শত বুঝেও আমি অবুঝ
আমি খ্যাপাটে-পাগল-প্রত্যয়ী,
আমি বিজ্ঞ-প্রাজ্ঞ-প্রাচীন, চির সবুজ;
আমি, আজন্ম বাঙালি।


©সুব্রত ব্রহ্ম
জানুয়ারি ১, ২০১৮ইংঃ
ময়মনসিংহ।