মেঘের নাম নীল, বৃষ্টির নাম জোৎস্না।
আর যে অনাদি সাগর,
আর তার বুকের নীল রঙ,
তার নাম অমানিশা।
আরও কতোসব অদ্ভুত নামে তোমাকে ডাকি।
মেঘ-বৃষ্টির খেলা খেলি।
বেশিরভাগ সময়েই, ঝড়ো বাতাস এসে-
মেঘ আর বৃষ্টিকে উড়িয়ে নিয়ে যায় বহুদূর।
ছন্দপতনের আগের মুহূর্তে,
দু'ফোটা অশ্রু রেখে যায় কেউ!
আর খরার বনে আগুন জ্বলতেই থাকে।
দাউদাউ করে জ্বলতে থাকে!


|| কালো মেঘ ||
©সুব্রত ব্রহ্ম
জুন ১০, ২০১২ইং
তেজগাঁও, ঢাকা।