একটা রাত হোক আবার পূর্ণিমার,
একটা রাত হোকনা ফের দুর্নিবার।
একটা দিন হোক মিঠে ভেজাগাল,
একটা দিন হোকনা ফের বেসামাল।
রাতে কাটে তাল কাটে সুরহীন
রাতগুলো খুব কালো প্রতিদিন...।
খুব বেশি মন খারাপ? কী আঁকো?
ঘুমে চুপ-ডুবো রাত-বুঁদ থাকো।
চাঁদটা আজ খুব বেশি ঝলসে যায়,
মনছবি আজ বুঝি খুব পালায়।


ধোঁয়াটে মেঘেরা কেন যে বেয়ারা-
অসময়ে বর্ষায়...।


© সুব্রত ব্রহ্ম
জুলাই ২০১৯
ময়মনসিংহ।