|| প্রিয় সভ্যতা ||


এশহরে একদিন-
রাশিরাশি কংক্রিটের পাহাড়ের ফাঁক গলে,
খুঁজে নিতে হবে একফালি জরাজীর্ণ আকাশ।
দোর্দন্ড প্রখর ছায়ায় মিশে একাকার হবে-
আমাদের প্রত্যাশিত রাত্রি-দিন!
কোন চাঁদ বা ছাদের অভাব প্রভাব ফেলবেনা-
নিচুতলার মানুষের ছাপোষা জীবনে।
পিতৃপুরুষের জীর্ন জানালায় চোখ রেখে,
বুক ভরে নিঃশ্বাস নেওয়া দূরে থাক,
উৎকট কৃত্রিম আলোয় চেনা নক্ষত্রেরা ঢাকা পড়ে যাক,
ক্ষরিত হৃদয়ের বুকফাটা আর্তনাদ চাপা পড়ে থাক;
মানুষতো কবেই হারিয়ে গেছে, মরে গেছে 'মনে'!


©সুব্রত ব্রহ্ম
২ এপ্রিল, ২০২১খ্রিঃ
ময়মনসিংহ।