অসীম আকাঙ্ক্ষার রাজ্যে মানুষের আছে কী?
আছে একটা জীবন, যার শুরু হয়েছিলো বহুকাল পূর্বে।
জীবনকে ধরে আছে একটা কাঠামো, বাহারি তার গড়ন।
দিনকে দিন বুড়ো, ঝুরঝুরে হচ্ছে।
আর আছে একটা মরণ!
আর মাঝে যে সময় গড়ায়, সেখানে-
কতোবার যে ভিসুভিয়াস ছাপিয়ে-
ভল্গা, ফল্গুধারা বয়ে যায়; তার খবর-
কোন কাগজে ছেপে বেরোয়নি কোনদিন।
তবু জন্মবৎ প্রত্যেকটি জীবনের একটি করে গল্প লেখা শুরু হয়ে যায়।
নানা রংয়ের মোড়কে জড়ানো সেইসব গল্প।
জীবনের অভিজ্ঞতা কালক্রমে প্রৌঢ়ত্বে টেনে নিয়ে যায়।
এ শরীর খোলস পালটায়, রোদের রঙ পালটায়।
আমাদের যেখানে যতো অস্তিত্ব আছে, একদিন সব-
মাটির গভীরে, চির শান্তিতে বিলীন হয়ে যায়।


|| অভিমানী দিনগুলি-২||
©সুব্রত ব্রহ্ম
ডিসেম্বর ২৭, ২০১৮ইংঃ
ময়মনসিংহ।