এই মন আমার যায় হারিয়ে
বৃষ্টি শেষের রঙধনু'তে।
মেঘের ফাঁকে, নীলের ভাঁজে
উদাসী মন অঝোর কাঁদে।
শূন্য আমি...
শূন্য তুমি...
নি:সঙ্গ পথে শুধু (আজ) হেঁটে চলা।
প্রাণের বাঁধন...
টুটেছে কবেই...
দিক হারা আমি যে (আজ) পথ ভোলা।।


স্বপ্ন'রা রাশি রাশি, জমিয়ে গান-ভাসি
সস্তার রঙ মেখে, নকলের 'হাসি' হাসি(২)
দিনতো গেছেই যে' দিন, চেনা রোদ মাখিনি
ফেলে আসা প্রিয় মুখ, স্বপনেও আঁকিনি।


শূন্য আমি...
শূন্য তুমি...
নি:সঙ্গ পথে শুধু (আজ) হেঁটে চলা।
প্রাণের বাঁধন...
টুটেছে কবেই...
দিক হারা আমি যে (আজ) পথ ভোলা।।


চেনা সুর অবিরত, গল্প শোনায় কতো
কিছু রোদ কিছু মেঘ, স্মৃতির মলাটে যতো(২)
সরগম্ এলোমেলো, সুর মনে রাখিনি
শুরু আছে শেষ নেই, শেষ কথা লিখিনি।


শূন্য আমি...
শূন্য তুমি...
নি:সঙ্গ পথে শুধু (আজ) হেঁটে চলা।
প্রাণের বাঁধন...
টুটেছে কবেই...
দিক হারা আমি যে (আজ) পথ ভোলা।।


©সুব্রত ব্রহ্ম_২০১৬
পুন:সম্পাদনা-
১৬.০৩.২০১৬ইং: