দিন- সেতো চলে যায়
ফাঁকি দিয়ে যায়
এই অবেলায় ভাবি কতো রোদ,
মেঘে ঢাকা তারা
আমি তুমি হারা
এই অবেলায় ভাবি কতো রঙ
ম্লান হয়ে যায়।


সেই- তুমি কিগো আজ
সিঁড়ি ঘরে ছাপ
এই অবেলায় রেখে গেলে কই?
কেটে যাওয়া ঘুড়ি
ফাঁকা ফাঁকা বাড়ি
এই অবেলায় ধুলো বালি সব
ছাঁই হয়ে যায়।


এই- নোনা ধরা গাল
কে হাসে ওই
এই অবেলায় ধুয়ে মুছে যায়,
যতো জল ছবি
অশ্রু ও কবি
এই অবেলায় ভাবি কতো রোদ
জল হয়ে যায়।


© সুব্রত ব্রহ্ম
মে ১৮, ২০১৬ইং
ময়মনসিংহ।