আমিতো সেই আছি পড়ে
থেমে যাওয়া পথের মোড়ে।
এখানে রাত.. কালো রাত
কে'জানি ঘুম নিলো কেড়ে।।


আমারও লাল-নীল ছিলো
তোমারই সবুজে-হলুদে মিশে।
কবে'যে দুই'য়ে এক হয়ে গেলো
তোমারই কাজলে কালোতে হেসে।


একেলা বৃষ্টি নামে জোড়
বেহাগে সুর চড়ে যায়।
থেমে যাওয়া পথের মোড়ে
কতো যে রঙ বদলায়।।


তোমার যে রঙে রাঙিয়ে
সোনালি দিন গুলি হাসে
আজ সে রঙ হারিয়ে
'নীল' নোনা ভেলায় ভাসে।


আমিতো সেই আছি পড়ে
ভেঙ্গে যাওয়া তাসের ঘরে।
এখানে রাত.. শুধু রাত
নিশিদিন যাই যে মরে।।


©সুব্রত ব্রহ্ম
৩০ মে, ২০১৬
ময়মনসিংহ