বেঁচে থাকো সূর্যোদয়ে
বেঁচে থাকো প্রার্থণায়।
বেঁচে থাকো ভাঙ্গা মনে
বেঁচে থাকো অমানিশায়।
বেঁচে থাকো সঙ্কটে
বেঁচে থাকো সংকল্পে।
বেঁচে থাকো দৈন্যতায়
বেঁচে থাকো বৈভবে।
বেঁচে থাকো নিঃশর্তে
বেঁচে থাকো আলিঙ্গনে।
বেঁচে থাকো পূর্ণতায়
বেঁচে থাকো নিঃশব্দে।
বেঁচে থাকো স্বাধীনতায়
বেঁচে থাকো পরাজয়ে।
বেঁচে থাকো বিদ্বেষে
বেঁচে থাকো প্রবল ঘৃণায়।


বেঁচে থাকো বাঁচিয়ে রাখো
আগামীর সম্ভাবনায়।
ধন্যবাদ এই বেঁচে থাকা
ধন্যবাদ হে ভালোবাসা।


©সুব্রত ব্রহ্ম
২৯ মার্চ, ২০১৫
ধানমন্ডি, ঢাকা।