শুকনো পাতা বলে ছিড়ে ফেলোনা, পুড়ে ফেলোনা-
জলে ফেলে দিয়োনা ছেঁড়া কাগজের মতো।
একদিন, এখানেও রঙ ছিলো, প্রাণ ছিলো-
কি কোমল সুর ছিলো।
ভুলে যেয়োনা তোমার শপথ যত
তুমি ভুলে যেয়োনা-
তোমার শপথ যত।


হিসেবের খাতা জুড়ে যত যোগ যত বিয়োগ
মাঝখানে সমভাগে অবশেষে,
সবই তার একাকার
সবই তার একাকার।
তুমি ছিঁড়ে ফেলোনা, বেহিসাবি পাতা গুলো
তুমি মুছে ফেলোনা, সাদা-কালো ক্ষত গুলো।
একদিন, আমি এসে সুর মেলাবোই,
ঠিক মেলাবোই
ঘুড়ি উড়বেই,
তোমার আমার স্বপ্নের ঘুড়ি উড়বেই,
শরতের নীল আকাশে।


তুমি ছিঁড়ে ফেলোনা, বেহিসাবি পাতা গুলো
তুমি মুছে ফেলোনা, সাদা-কালো ক্ষত গুলো।
একদিন, এখানেও রঙ ছিলো, প্রাণ ছিলো-
কি কোমল সুর ছিলো।
ভুলে যেয়োনা তোমার শপথ যত-
তুমি ভুলে যেয়োনা-
তোমার, শপথ যত।


©সুব্রত ব্রহ্ম
১০.১০.২০১২ ইং
ধানমন্ডি, ঢাকা।