হাজার রাতের একটা রাত দাউ দাউ করে জ্বলছে,
সামনে লোভাতুর লেলিহান শিখা, পিছনে বিহ্বল অরণ্য।
বামে আধ'পোড়াদের বধ্যভূমি, ডানে লুটকৃত কবিতার লাশ!
মাঝখানে রত্ন'খচিত কালো আকাশ, মহানায়কের বেশে অনন্য।


পোড়া গন্ধেরও স্মৃতি আছে; পুড়ে যাওয়া পুরোন কাগজে,
অথবা মচমচে শুকনো সেগুন পাতায়!


©সুব্রত ব্রহ্ম
১০ সেপ্টেম্বর, ২০১৬ইং:
ময়মনসিংহ