ছেড়ে যাওয়া মানে ছেড়ে যাওয়া নয়
ছেড়ে যাওয়া মানে আরও বেশি করে আঁকড়ে ধরা।
জীবনে মুক্তি বলে কিছু কি আছে?
তবে কেন এই মন স্মৃতির আজন্ম গোলাম?
একই বৃত্তের স্থায়ী বাসিন্দা, তবু দুই মেরুতে বাস!
জীবন! এখানে বেসামাল পদ্মপাতায় টালমাটাল।
দুটি জীবন্ত অস্তিত্ব, তবু নির্বাক, নিষ্প্রাণ!


©সুব্রত ব্রহ্ম
১০ সেপ্টেম্বর, ২০১৬ইং
ময়মনসিংহ।