আমি আছি যেমন-তেমন
তিন প্রহর কর্মমূখর,
রাতের আকাশ উদাস তারা
তিন প্রহর ঘুমহারা।
তোমাদের রাত কাটছে কেমন?


পুতুলের চোখে দেখি,
মরুর আকাশে মঙ্গল পূজা,
ধূলোর গভীরে এ-কি?
ধূলোর আড়ালে স্বপ্ন গোঁজা,
পুতুলের চোখ আঁকি।


আকাশ গঙ্গায় অবিরত
ভিজিয়ে নিয়ে যতো ক্ষত,
ফাল্গুনী তান ধরি।
রাতের আকাশ উদাস তারায়
অন্ত খুঁজে মরি।


আমি আছি যেমন-তেমন
উদয়াস্ত একই রকম,
রাতের আকাশ উদাস তারা
তিন প্রহর ঘুমহারা,
তোমাদের আকাশ আঁকছো কেমন?


©সুব্রত ব্রহ্ম
০১.০৭.২০১৬
ময়মনসিংহ।