তোমার দিকে তাকালেই আমি একটা-
নীল জলরাশি পূর্ণ গভীর সমু্দ্র দেখতে পাই,
নোনা বিহিন জল স্থির, অবিচল।
আগাগোড়া ক্ষয়ে যাওয়া, অজানা এক শিলালিপির সুপ্রাচীন ইতিহাস!
আমি ফের সমুদ্রের অথৈ জলে জোয়ার আনতে চাই,
প্লাবিত করতে চাই সমস্ত উপনদী, শাখানদী, বন্দর।
একটিবার তোমার অতল গহ্বরে ডুব দিয়ে-
সবটুকু নোনা ফিরিয়ে দিতে চাই,
মুখ ফিরিয়ে নিয়োনা, এখনো কিছুই ফুরিয়ে যায়নি।
বাঁধভাঙা জোয়ার, সব কালো ধুয়ে আলো জ্বালবে।
ক্লান্ত রাতের শেষে, দু'চোখে হাসবে দিনের রবি!


©সুব্রত ব্রহ্ম
ডিসেম্বর ২০, ২০২৬ ইং:
ময়মনসিংহ।