[এটি মূলত গীতিকবিতা হিসেবে ২o১১ সালে লেখা এবং একই সময়ে সুরারোপিত ও রেকর্ডকৃত। কথা, সুর, সঙ্গীত ও শব্দ প্রকৌশল আমার নিজের। আর গানটি খুব যত্নে গেয়ে দিয়েছে ছোট ভাই মৃদুল সান্যাল। প্রথম প্রকাশ youtube channel অগ্নিতে, ২০১২ ইংঃ সালে এবং reverbnations.com এ, ২০১৩ সালে। ]


রঙ-তুলি-মন আঁকে সারাক্ষণ
ক'ফোটা কান্না আর কিছুটা হেসে,
কিছু প্রিয়জন, এইতো জীবন
এভাবেই এঁকে যাই আমি-তুমি-সে ।।


আমাদের ঘর ছোট্ট সে ঘর
স্বপ্নের ভোর আসে সুখের ভেলায়,
ছোট্ট এ বুক, হাসি মাখা মুখ
ঘর জুড়ে ভরে থাকে সোনার আলোয়।


এক জীবনে কতো কারণে
এইতো শ্রাবণ আর হটাৎ প্লাবন,
ক্ষণিকের লাল মুছে দেয় কাল
চকিতেই টুটে যায় যতোনা বাঁধন!


কাল তোমাতে ওই দু'হাতে
হয়তো ফিরবোনা দিনের শেষে,
রং-তুলি-মন এঁকেছে যে ক্ষণ
সেখানে থাকবো বেঁচে আমি-তুমি-সে।।


|| রংতুলি ||
©সুব্রত ব্রহ্ম
জুলাই, ২০১১ইং
ময়মনসিংহ।