করেন কাদা ছোঁড়াছুড়ি
যতো পারেন,
টান পরলে জানাবেন-
জমা আছে ঝুড়ি-ঝুড়ি।
সব দেখি, সব বুঝি-
তেলে ডোবা তেলাপোকার
তৈলাক্ত কারসাজি।
ভালোইতো চলছিলো, পকেটবাজি।
জনস্বার্থকের রণমূর্তি চ্যাপলিনের-
কমেডিকেও ছাপিয়ে যায়।
শিল্পের কলাও খোসা ছেড়ে-
দৌড়ে পালায়।
করেন কাদা ছোঁড়াছুড়ি
যতো পারেন,
টান পরলে জানাবেন-
জমা আছে ঝুড়ি-ঝুড়ি।


© সুব্রত ব্রহ্ম
২০.৮.২০১৯
ময়মনসিংহ।