(আদরের পিদিম ও সকল সোনামণিদের জন্য ঘুম ভাঙানি ছড়া)


উঠে পড়ো সোনামণি
ওই দ্যাখো ভোর হয়,
জানালায় পাখি গায়
কলকল্ নদী বয়।
সূর্যটা উঁকি দেয়
সোনা রং ছড়িয়ে,
সকালের রোদ মেখে
চলো যাও এগিয়ে।


ও বাড়ির জানালায়
রিনিদিদি সাধে সুর,
সা-রে-গা-মা, রে-গা-মা-পা
উঠে পড়ে রোদ্দুর।
হকার, সবজিওয়ালা
হাঁক ছেড়ে ছুটছে,
দাদাভাই, ছোড়দাদা
সুর করে পড়ছে।


মিঠে মুখ হাসিখুশি
চোখ দুটি আহারে!
ওই দ্যাখো ঘাসফুল
ফোটে কতো বাহারে।
আড়মোড়া ভেঙে তুমি
ফিরে দ্যাখো এপাশে
প্রজাপতি, ছোট পাখি
ঐ উড়ে আকাশে।


©সুব্রত ব্রহ্ম
মে ২২, ২০১৭ইং
ময়মনসিংহ।