সীমানা পেরিয়ে সুযোগ সন্ধানী তুমি এস....
সীমান্তের প্রাচীর ঘেঁষে আমার দ্বারে বসো।
অভিমানী মন একটুকরো বারুদ রেখেছে তোমার আহ্বানে।
দরজায় করা-নেড়ে কথার আঘাতে বিপদ যখন আসে ঘ্রাণে---।


শহর তখন ব‍্যস্ত ভীষণ....জীবন-যাপন ছন্দে,
হালকা মেজাজ লাইব্রেরী তখন নতুন বই-র গন্ধে।
আছি আমি এখনও তোমার অপেক্ষায়----
স্টেশনে যখন শেষ ট্রেনটি দাঁড়ায়....।


ফিরে চাইলেও সব ছেড়ে পারনি হাতটি ধরতে---
কিছু কাব‍্য পাতার আড়ালে কিছুটা স্রোতের বিপরীতে
কাঠ-ফাটা হাসি উপহার ছিল কত রঙিন
শেষ-মেশ সেলফোনে ডুবে থাকার দিন।
- চেনা অজুহাতে বাহানা কেনার ছল--
আমার শহরে শুকিয়ে যাচ্ছে নোনা জল।