তুমি চেয়েছিলে তোমায় জন্য একটি প্রেমের কবিতা লিখি।
বলতে তুমি, প্রেমের চেয়ে অমূল্য সম্পদ আর কিইবা হতে পারে।
প্রেমের জন্য তৃষীত তোমার মন-
সেই পিপাসার জল তৃষ্ণা মেটাতে...
দাঁড় করালে আমায় বলির কাঠ গড়ায়--।
যেখানে কবিতার ছন্দ-বাক্য-শব্দ-কিছুই জানা নেই-
হঠাৎ যেন পা থেকে মাটি সরে যাচ্ছে....
কি লিখব আমি- কি রূপ দেব কবিতার-
যেখানে তুমি নিজেই কবির কাব‍্যে কথা বল
সেখানে আমি কি কবিতা দিব উপহার তোমায়
অশ্রু সজল বদনে ক্রন্দন ভরাতুর হৃদয়ে
নিরব আমি পারি নি বলতে তোমায়-
আমার একটাই তো জীবন ---
ভালবেসে কিছু স্মৃতি খোদাই করে
থেকে যাবে এ প্রেমের কবিতা---
কিন্তু জীবনের মানে যে কি ? -তা আজও বুঝলাম না--
তুমি বলেছ অনেক ভালবাসার গল্প-কথা -
প্রেমের কথা- কি দিয়ে সাজাব প্রেমের কবিতা ----
কেমন  করে হবে তার মালা গাঁথা---
এ কথা ভেবে ভেবে কত দিবস রজনী গেল-গেল কত মাস- কত বছর ।
আজও লেখা হল না তোমার প্রেমের কবিতা,
কেড়েছে চোখের ঘুম-
মাঝে মাঝে চিৎকার করে আকাশ পানে চেয়ে - কবিতার ভাষা-শব্দ-ছন্দ খুঁজি--,
কোন অতলান্তে লুকিয়ে আছে---কবিতা---
আজ ক্লান্ত বড়-ব‍্যর্থ আমি , তবুও আর---
তোমার জন্য প্রেমের কবিতা- লেখা হল না।