অভাবের তাড়নায় তাড়িত হয়ে
যেতে হয় বহুদূরে-
সীমাহীন জন সমুদ্রের মাঝে হারিয়ে।
যেখানে শকুনের দৃষ্টি শুধু ভাগারের দিকে
করছে প্রতিনিয়ত হা- হুতাশ।
সেই গন্তব্য স্থলে আমি একা.....
আমিই সেই মেয়ে -
যাকে ফেলে দেওয়া হয়েছিল আস্তা কুড়ে।
যাকে লোভ দেখিয়ে কাজের প্রতিশ্রুতি দিয়ে
বলা হয়েছিল - আমি তোমার খেয়াল রাখার জন্য আছি- ভয় নেই....
আমি তোমার পাশে থাকব।
আমিই সেই মেয়ে - যাকে মোটা টাকার
লোভ দেখিয়ে
ঠেলে দেওয়া হয়েছিল নরকের পথে....
যেখানে অমানুষের দল রাতের অন্ধকারে
পথযাত্রীদের করে হেনস্থা.,
আমি তখনও বুঝতে পারিনি।
আমিই সেই মেয়ে - হ্যা আমিই সেই মেয়ে
যাকে ছোট্ট বলে অবহেলা করে রেখেছ দূরে সরিয়ে,
করেছ কতই না তাচ্ছিল্য অপমান।
আমিই সেই মেয়ে।
আজ মানুষের হাতে হাতে আছে
হাজার রকমের ফোন -
স্মার্টফোন,এনড্রয়েড,জিও কতই না ঢঙের
কিন্তু কেউ কি এটা জান?
সেই ফোনকে ব্যবহার করতে গেলে ও যে
ছোট্ট একটা "সিম কার্ড"-ই যথেষ্ট।
আমিই সেই মেয়ে - তুমি - তোমারা
যাকে একদিন অবহেলায় ফেলে দিয়েছিলে
আস্তা কুড়ে...ছোট্ট বলে....
আমিই সেই মেয়ে - সেই - ই আমি - - -
আজ সকলের মাঝে একজন।


                                 বৃষ্টি মন্ডল
                                      (বনি)