আমি সেই নারী যার জন্মের সময় কোনও শাঁখ 🐚 বাজে নি
মাথায় হাত রেখে মন থেকে কেউ আশিষ করে নি সুখী হও মা আদরিনী
আমি সেই নারী, তোমরা যাকে অশুচি বলে ঢুকতে দাও নি ঠাকুরঘরে
আমি সেই নারী যে সন্তান জন্ম দিতে গিয়ে মাটি লেহন করতে করতে মুখ থুবড়ে পড়েছি শুচিকা দ্বারে
আমি সেই নারী যাকে দূর্গগতিনাশীনি বলে প্রণাম জানিয়েছ মন্দিরে মন্দিরে
আমি সেই নারী যাকে দশ জনে করেছ ধর্ষণ ঠাঁই দিয়েছ পতিতার ঘরে
ভেবেছ কি কখনও আজকে যাকে তোমরা ভক্ষণ করলে, সেও তো কারুর মেয়ে - বোন দিদি ছিল
কে বলতে পারে কাল কি হবে?
যদিও বা সেই মেয়েটার গল্প নেহাত হাসে! তোমার ঘরের মা-বোনের গল্প যদি তোমার চোখে পড়ে, কেমন করে সইতে পারবে?


আমি সেই নারী যাকে গর্ভে-ই করেছ বিনষ্ট, যাকে দেখতে দাও নি পৃথিবীর আলো
আমি সেই নারী নির্যাতন করা তোমার গৃহ লক্ষ্মী, নিজের কষ্ট গোপনে রেখে সবাইকে রেখেছি ভালো।
আমি সেই নারী যে শত কষ্টেও হয় নি অচল,তোমার সব আবদার মিটিয়েছি যথাক্রমে
আমি সেই নারী তোমার জন্মদাতা মা, তোমরা যাকে বৃদ্ধা বলে অক্লেশে পাঠিয়েছ বৃদ্ধাশ্রমে।