বাবার স্বপ্নগুলো ছিল অনেক দামী
যার প্রচেষ্টায় এখানো ব্যর্থ আমি।


বুকের মাঝে চোখের বালি গোপন রহস্যতার
স্মৃতির পথে গল্প কথায় অভিসন্ধির বিচার,
চশমার কালো ফ্রেমে লুকিয়ে ছিল অনেক অভিপ্রায়,
কালের অমোঘ নিয়মে চাপা - কষ্টের ইশারায়।
সামনে আমার বই-এর ঢিবি উই পোকার তাড়া,
অভাব অনটনের সংসারে ভাই বোনেদের নিয়ে হলেম দিশেহারা।
বাবা তো গেলেন;কয়েক মাস পরে মা ও গেলেন চলে
ওঁদের স্বপ্ন পূরণ করতে আমি পড়লাম ঢলে।
বাড়ির বড় মেয়ে- দায় ভার সব এল আমার কাঁধে ছোট্ট ছোট্ট ভাই বোনেদের নিয়ে জানি না কেমনে ঘর বাঁধে।
তবুও বাবার স্বপ্নগুলো করব পূরণ। নয়তো বিবেক আমায় কুরে কুরে খাবে
আমি না হয় নাই বা পেলাম - ভাই বোনেরা করে দেখাবে
ওদের দিয়েই না হয় বাবার স্বপ্নগুলো পুষিয়ে নেব ক্ষণ,
বাবার মুখে ফোটাব হাসি ; বেঁচে থাকব যতক্ষণ।।