কেউ একজন আমায় প্রশ্ন করেছিল -" ভালবাসাটা কী? "
একটু ভেবে বলেছিলাম ----
বিক্রয়মূল্য ক্রয়মূল্য থেকে বাদ দিলে যা অবশিষ্ট থাকে ....তাই হল "ভালোবাসা"।
বুঝলে কী............?


তারপর......? --তারপর আর কী?
- তার এখন দামি গাড়ি-বাড়ি স্বামী -সংসার
আর আমার আছে ধুলোমাখা জামার বোতাম
চৌরাস্তার মোড়ে চায়ের দোকানে আড্ডা--
সমাজ নাম দিয়েছে তাই বেকার।


আমি না হয় নষ্ট হয়েছি ----স্পষ্টভাবে বেকার কি?
তুই তো খুব ভালো মেয়ে, কেন তবে দিলি ফাঁকি?
সানাই সেতারের করুন সুর আর রজনীগন্ধার গন্ধ ছেড়ে
চলে গেলি তুই সবকিছু পিছনে ফেলে গোধূলি প্রহরে।


পড়ে রইলাম আমি আর আমার ভিতরে তোর স্মৃতির ছোঁয়া
আর রইল সিগারেটের সুখটানে নিকোটিনের ধোঁয়া।
ভালোবাসা আজ যেন আত্মঘাতী বেকারত্বের দায়ে ----
এক তরফাই সুখ বিলাসী সম্পর্কের বিচারালয়ে।
এমনি তো ভালোই আছি-ব‍্যস্ত রুটিন কাজের চাপ,
এইটুকুই তো বাঁচার প্রমাণ হৃদপিণ্ড নিরুত্তাপ।।