তুই তো আমার বন্ধু ছিলি
দূ-র প্রবাসে ঘর বাঁধলি
আমি জানিস একলা ভীষণ এই শহরে
ভাঙা পাঁজরে শল্কমোচনে চিড় ধরে।


বছর শেষে কথা ছিল হবি আমার পরিপূরক
ভোগ বিলাসিতা ছেড়ে বানাবি স্মৃতি সারক ।


বিখ্যাত হবি তুই আমার গল্প লিখে
স্বপ্ন গুলো ছিন্ন হলো জীবনটা আজ ফিঁকে।


বলে ছিলি, দশ জনের মতই লাঙল চষবি মাঠে
গলনাঙ্কের উষ্ণতা ছুঁয়ে যখন ক্লান্তি নামে ঠোঁটে
প্রলেপ লিপে দিব মিষ্টি চুমু, শান্তির বাণী হাতে
অবশেষে উর্ধ্বমুখী ভালবাসা থাক বেঁচে স্পর্শের শৈত পারদে।