যখন আবার সন্ধ্যে নামবে তোমার নরোখাদকের দুচোখে পাতায়
রক্তাক্ত ডানা ঝাপটিয়ে মুখ থুবড়ে পড়ে থাকবে
একটি আকাশ পুনরুদ্ধারের আশায়,
থাকবে না মন্দিরা, থাকবে না বাঁশির সুর, মিশবে না ক্যালেন্ডারের খণ্ডিত মুহূর্ত,
থেকে যাবে রাত্রি
ডানাভাঙা যাত্রী
শুষে নেবে ঘাম, প্রেম, জলোচ্ছাস...
নীরবতা আর তোমাকে জড়ানো বিস্মৃত জাড়িত
উপাসনাস্থল পড়ে থাকবে রিক্তই...!