ধূলোমাখা এই পৃথিবী ৱঙ্গমঞ্চ বিচিত্রময় ,
কেউ হাসে কেউ কাঁদে কেউ বা নিৱবে সয় -
          ক'ৱে নানা অভিনয়
     বিধাতাৱ বিচিত্র এই দান।
নানা জাতি নানা মত নানা ভাষা নানা অভিধান ,
বিশাল মানব জাতির মাঝে একি ব্যবধান।    
এই বিশ্বচরাচরে রয়েছে বহু পীড়িত মানব
তাৱা শোষিত -বঞ্চিত নয় কো তাৱা দানব।
চাৱিদিকে শোনা যায় শুধু উৎপীড়িতেৱ হাহাকাৱ,
কেউ তো শোনে না; নেই তাদেৱ সমস্যা প্রতিকাৱ।
অবহেলিত-লাঞ্ছিত কাঙাল শ্রেণি যত-
তাৱা শুধু বুকভৱা দুঃখ-কষ্ট সয়েছে কতশত।  হে পীড়িত মানব  তোমরা অমৃত নির্ঝর
       তাই বলো বজ্র-দীপ্ত কন্ঠে
সইব না মোৱা আৱ সইব না এই অত্যাচাৱ
নিশ্চুপ মাথানত কৱে কোন কাপুৱুষ বইবে না এই ব্যভিচাৱ।।


                            বৃষ্টি মণ্ডল
                                 (বনি)