ডাহুক ডাকার পরন্ত বিকেল গুলো তালিম দেয় ক্ষণে ক্ষণে
কবে রং পেয়ে গেছে বে-হিসেবি মনে।


দুজন মধুকর ডিঙা ভাসায়
ভৈরবী সুরে বেজে ওঠে তাণপুরাটায়
তোমার দেয়া সেই চেনা ডাকনাম বৃষ্টি বিন্দু
নিন্দুকেরা রটাবে কিছু বদনাম চুপকথার ঐ ইন্দু।