হেথায় তমাল পলাশ ফুইলে রঙ ধইরেছে
মারাংবরুর থানে মাইয়া-মরদের ভিড় জমিইনছে।
সাইজবে সবাই বন ফুইলে ওই বন পলাশের রাঙা বউ....
চিকন শাড়ির বাহারি ছায়ার নাকছাবিতে আলতা রাঙা পায়ে লিবে নেপুর তোড়া মাথায় লিবে ঝাউ।
ঢুলু ঢুলু লেশা লেশা হাড়িয়াতে টান
বন পলাশের রাঙা বউ ধইরেছে পরব দিনের গান।
আইজ একা বনে মৌ জমাইলে পলাশ বনীর মাটিতে
ফাগুন হাওয়ায় তাইতো বুলে চল পলাইন যাই এই ফাগুয়ার রাইতে।
আগুর খুইলা দেইখবে সবাই কাইলকে বিহন বেলায়....
ধুকপুক ধুকপুক কইরেছে বধূর ভরা যৌবনে - ফাপরে পরা লয়।