মাদার বোর্ডে মা-এর গন্ধ নেই আর....
মাউসের ক্লিকে শুনি বেদনার হাহাকার।
কি-বোর্ড হারিয়েছে তার অস্তিত্ব,
মেমোরি হার্ডডিস্ক বাড়াতেই ব‍্যতি-ব‍্যস্ত।
সেলফোন এগিয়ে দিল ফেসবুক টুইটার নতুন পরিচয় ঘর-
সারা মনিটর জুড়ে - কপি-পেস্টের ডেক্সটপ খোঁজে ব‍্যাকটেরিয় চোর।
সেলফোন হয়েছে স্মার্ট--সেলফি নেয় সব  যখনই সুযোগ পায়।
এককলে হোম-ডেলিভারী মেলে পিৎজা চিকেন ফ্রাই।
সেলফোন লুটেছে সব- হাতঘড়ি, টর্চ, ক‍্যামেরা, সপিংমল, ক‍্যালকুলেটর
আরো কত কি, হারিয়েছে সম্পর্ক,স্মৃতি -শক্তি, ছোটদের খেলা মাঠ-ঘর।
সব কিছুতে কেমন যেন টাচই টাচ-----
ঘুম ভাঙা চোখে দেখি ধূসর আতস কাচ।
যেন আঙুলই সব - এখন মুখ চলে না আঙুল চলে।
দারুন রোষে গর্জে ওঠে-- অন-লাইনে জীবন সাথীও কথা বলে।
ডেটার তাই আর কমতি নেই কলরেটও ফ্রি সৌজন্যে জিও।
তবুও বোধহয় ---লুকিয়ে চিঠি,আদুরে আলাপ - ওটাই ছিল ভীষণ প্রিয়।।