হাজার বাধা পেরিয়ে,
নবাঙ্কুর-এর উদ্দামে এসেছি তোমার সান্নিধ্যে
শিকল পড়ার মেয়ে নই যে আমি
চরৈবেতের নির্বাক মন্ত্রে দীক্ষিত হতেই এসেছি জলপ্রপাতের ন্যায়,
এক জন্মে নয়, জন্মের পর জন্ম; পুণঃরূপী জন্মে চেয়েছি তোমায়।
এই প্রেম, এই চাওয়া, পল্লীবালার নিছক কোনো প্রেমের গল্প নয়


আমি তো আমার শপথ রেখেছি প্রিয়!
তুমি প্রতিবাদী চেতনায় জেগে ওঠো,
সমীকরনে দেখ স্পষ্ট; যেখানে তোমার বারো আনা সুখ বাঁচে
'আর চার আনা কষ্ট।


ভয় পেয়েও না, সব হারিয়েও মানুষ বাঁচে জীবন গড়তে
তুমিও নাহয় বুঝে নিও আমার ত্যাগকে।