মায়ের আগমনে শরতের আনা গোনা
তারই মাঝে চুল-কাটার পোকা দিচ্ছে হানা।
বন্যার কবলে তাড়িত যারা
নদীর চড়ে থাকছে কেউ তাবুতে ওরা।
একে তো নিঃস্ব হয়ে দুঃখ কষ্টে আত্মহারা
তারই মাঝে চুল-কাটার ভয়ে আরষ্ট তারা।
কেউ বলে ভূত কেউ বা বলে চীনের দূত
তেমন কোন  এখনও পাইনি সাবুত।
চুল-কাটার পরে আচম্বিতে চিৎকার রোলে
জ্ঞান হারায় মা  মা বলে।
ঐ পোকা নাকি খায় শুধু পেরোকি ছাল
তা না পেলে খায় ইনসান কি বাল।
চীন নাকি তারে ভারত আক্রমণে
পাঠিয়েছে সযত্নে।
একে একে তারা আসিছে ধেয়ে
থাকবেন সবাই সাবধান হয়ে।
এইটা কী আদৌ সত্য নাকি রটনা?
জানি না কিছুই, বুঝতে ও পারি না।


( হিন্দি ও বাংলার সংমিশ্রণে এই কবিতা।
গাড়িতে আসার পথে তাবু টাঙানো হচ্ছে দেখে এই কবিতাটি লিখি গাড়িতে বসে। ভুল হলে ক্ষমা করবেন। )
      
                        বৃষ্টি মন্ডল
                           (বনি)