—ওই! জানো, মাঝে মাঝে রাগ হয়! ভীষণ রাগ।
—কেন... ?
—এই যে, তোমার সঙ্গে ঝগড়া করলেই পিছনে বাঁশ পড়ে।
—ওহো তাই না! হা হা হা।
—হাসছ... ?  খুব মজা না!
—তা তো হবেই।
—তোমার তো কিছুই হয় না। হয় তো আমার। যখন যা চাইবে তাই হবে, শুধু মুখ ফুটে বললেই হল। উফ্! আর পারছি না। এবার রেহাই দাও দাদিমা।
—উম্ হু! তা হবে না।
—ধ্যাৎ! আর ভাল্লাগে না। আগে দুজনের  মিল খুঁজে বেড়াতাম। এখন দেখি সবেতেই। ধুর! বড্ড একঘেয়ে। সত্যি আর ভাল্ লাগছে না।
— তবে কি ভালবাসার মানুষটাকে বদলাবে!
—সেটা আর হচ্ছে কই?  পারছি না তো! তোমার অমন ভালবাসা পারতে দিচ্ছে না।
—তাহলে আর পারতে ও হবে না। না'লে হবে রিয়েকশন।
—উফ্! ভয় লাগছে। আমি তোমার আছি, আর তোমারই থাকব। এবার তো রেহাই দাও দেবী।
—আচ্ছা বেশ। পরে উল্টো কিছু ভাবতে যাবে না তো?
—পাগল! জেনে শুনে খাল কেটে কুমির আনব নাকি! পাগলি একটা। এখন রাখ তো।