এই বুঝি সে আমার নিল খোঁজ!
সে এলে আসবে - যে পান্থশালার বোঝ....
পরিযায়ী বাতাসের আলিন্দায়
খুলে গেছে নববধূর ফুলের খোপায়;
নির্লিপ্ত পাখির ঠোঁট ভেঙে কলের গানে তান
ছুটে চলে রাতবিরাতে মাচোমাস্তান।
এই বুঝি সে আমার নিল খোঁজ পোখিরা তার
তখনও জ্বলছিল প্রদীপখানি ঘোর সন্ধ্যা নামবার,
আমাকে ভোলাতে চাস? ভোলামন আমিও যে তোর
শাদা পাতা চোখ শুধু ভরে যায় ধূ-ধূ-বালিচর।।