তুমি নব রূপে এসো প্রাণে
এসো গন্ধে বরনে এসো নাচে গানে।


এসো হে বৈশাখ এসো এসো, করি আমন্ত্রণ
পুরনো যত গ্লানি বিষন্নতাকে করো বিসর্জন।


বন্ধু হয়ে শত্রুতা ভুলে যেখানেই যে হে থাকো
ক্ষমা কর আজকের মত যতই দুঃখ পুষে রাখো।


পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত
দাও নিভৃতে যতনে মুছে মলিন মর্ম শত।


বৈশাখী বসন্তে কোকিলের কুহু তানে
এসো সবে মিলে আমন্ত্রণ করে নাচে গানে।।