তুমি ভাব তুমি সব জানো
আদতে তুমি কিছুই জানো না।
অথচ দেখ কেমন অনায়াসে
আমার উপর ছড়ি ঘোরাও।
আমি ভাবতে ও পারি না - -
     জন্মের খেলাটাই তো ভুল থেকে শুরু
তোমায় আর দোষ দেই কি করে বল?
আমার উপলব্ধি আজও বোঝনি।
আসলে এই যান্ত্রিক সমাজে ভালবাসার বড্ড অভাব।
আর এর সব কিছুর মূল হল ইগো-


       *কথার আঘাতেরা বিপজ্জনক ইগোর লড়াই এ হাঁটি
        পথকে করি সমান্তরাল বক্রাকারে জেদকে করি খাঁটি।।*