আজ আমি ঝড়া ফুল বলে এল না তো কোন অলি,
শূন্য তাই  শূন্য হিয়া ৱয়ে গেল সবই।
আশায় বসে ছিলাম বসন্তেৱ কালে
ডাক অসেছিল দিবসেৱ অপৱাহ্নে ,
আমায় ঝড়িতে হয়েছে যামিনী আসাৱ আগে
মধুকৱ তুমি অতি মন হয় -
চাৱিদিকে আজ আনন্দেৱ হোলি ......
আৱ আমি ঝড়া ফুল বলে এলো না তো কোন অলি!
শূন্য তাই শূন্য হিয়া ৱয়ে গেল সবই।
চাৱিদিকে দেখি শুধু পুষ্পে পুষ্প মঞ্জুৱি
তাই আজ এতো লোভী......
গোধূলিৱ কালে থাকিবে একাই বসি  ,
আসিবে না কভু আৱ  ভৱা তৱী গেছে ডুবি।


                              বৃষ্টি মণ্ডল