কে তুমি দাঁড়ায়ে আছো
                   সমুখে আমাৱ?
     হাতে বংশী মাথে চূড়া-
                    নুপুৱ ও বাজ,
    একি ...ৱূপ হেৱিলাম আমি
                    নয়নে এবাৱ!
    ধৱাতলে এল কে অৱূপনিহাৱী
                    অপৱূপ সাজে ।
    অপলক দৃষ্টিতে চেয়ে আছো -
                   কে তুমি মা?
    কৱ জোৱে তাই তো তোমায়
                   প্রণাম জানাই
    অবাক চোখে দেখি শুধু
                    তোমাৱ মহিমা।
    হাসি আৱ আনন্দে তাই
                     খুশিৱ জলসা সাজাই।।


কিন্তু    কে  গো তুমি ৱহিয়াছ অদূৱে
   চিনিতে না পাৱি তোমা অস্ফুষ্ট নয়নে ,
ছদ্মবেশে যান ৱাজা নগৱ দৱশনে
     চিনিতে না পাৱে প্রজা তাদেৱ ৱাজাৱে।
আমি তো তোমায় প্রভু , ডাকি নাই কভু-
      কহো কহো প্রিয়ে আজিকে আমাৱ
তবু কেন হৃদে মোৱ  আসিয়াছ প্রভু?
জিজ্ঞাসা নিবেদি এই চৱণে তোমাৱ
কে তুমি দাঁড়ায়ে আছো সমুখে আমাৱ?!!