আমাদের ঘরটি বড্ড ছোট - নামটি তার বাংলা সাহিত্যের আসর
দেয়ালে দেয়ালে চলে লেখা লেখি- বলি আমরা আমাদের পরিবার।
আমরা গান গাই, কবিতা লিখি আর স্বপ্ন আঁকি
এসো মিলিব সবাই গাইব সবাই, আর কি কেউ আছে বাকি?
কবির ইচ্ছা কবিত্ব চাই,  চাই সাহিত্য রক্ষা
কবিতাকে ভালবেসে তাই করি ভাবনার ভিক্ষা।
লিখতে পারি না কিছু বলতে পারি না কিছু
চলি তাই কবি গুরুদের ক'রে পিছু পিছু।
ভাবনা যদি দেয় সাথে সাথ, কবিরা থাকেন আমার পক্ষে
পৌছে যাব ঠিকই সেদিন আমার স্বপ্নের লক্ষ্যে।
কবিরাই তো কবিদের কবিত্ব বোঝে
অল্প কথায় অল্প ভাষায় লিখি সহজে।।